February 15, 2025, 5:24 pm
আরিফ রববানী রববানীঃ
ময়মনসিংহের কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে মাদক,সন্ত্রাসসহ অপরাধ নির্মুলসহ বিভিন্ন অপরাধের দায়ে ৫জনকে গ্রেফতার করা হয়েছে। অপরাধ বিরোধী বিশেষ অভিযানে কোতোয়ালী মডেল থানা পুলিশ গত ২৪ ঘন্টায় পৃথক এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করেছে পুলিশ।
কোতোয়ালী মডেল থানার ওসি মোঃ শাহ্ কামাল আকন্দ পিপিএম (বার) জানান, পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামান বিপিএম সেবা এর কঠোর নির্দেশে অপরাধীদের আইনের আওতায় আনতে নিয়মিত অভিযান পরিচালনা করছে পুলিশ। এরই অংশ হিসেবে গত ২৪ ঘন্টায় ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মাঝে এসআই হাবিবুর রহমানের নেতৃত্বে একটি টীম আলীয়া মাদ্রাসা রেলক্রসিং এলাকা থেকে দস্যুতার চেষ্টা মামলার আসামী ভাটি দাপুনিয়ার মোঃ রাজন, এসআই আনিছুর রহমানের নেতৃত্বে একটি টীম চরপাড়া এলাকা থেকে ধর্ষন মামলার আসামী পুর্বধলার মোঃ আবু নাঈমকে গ্রেফতার করে। এছাড়া এসআই দিদার আলম, এএসআই রফিকুল ইসলাম ও এএসআই আমিরুল ইসলাম পৃথক অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত পলাতক ও পরোয়ানাভুক্তসহ আরো তিনজনকে গ্রেফতার করে। তারা হলো, দড়ি কুষ্টিয়া বিদ্যাগঞ্জের মোঃ নাজমুল, শিকারীকান্দার মোঃ দেলোয়ার হোসেন, ও কালিকাপুরের মোঃ ফারুক মিয়া। গ্রেফতারকৃতদেরকে বৃহস্পতিবার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। ওসি জানান- নিরাপত্তা জোরদার করার মাধ্যমে ময়মনসিংহবাসীকে নিরাপদ রাখতে অপরাধ নির্মুলে আমাদের এই নিয়মিত অভিযান চলবে,অভিযান সফল করতে অপরাধীদের ব্যাপারে তথ্য দিয়ে সহযোগীতা করতে সর্বস্তরের জনতার প্রতি আহবান জানান।