June 3, 2023, 9:19 pm
পাইকগাছা(খুলনা) প্রতিনিধি।।
জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে পৌর আওয়ামী লীগের উদ্যগে আলোচনা সভায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে পৌসভা চত্ত্বরে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপুর সভাপতিত্বে দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশিদ, উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের জৈষ্ঠ্য সহ সভাপতি আইনজীবী সোহরাব আলী সানা, পাইকগাছা কয়রা সংসদ সদস্য মোঃ আক্তারুজ্জামান বাবু, জেলা নেতা এবিএম ছালাম, শরফুদ্দীন বাচ্চু, জেলা সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী প্রেম কুমার মন্ডল, কামরুজ্জামান জামাল, মেয়র সেলিম জাহাঙ্গীর, সাবেক চেয়ারম্যান রুহুল আমিন বিশ্বাস, আব্দুল মান্নান গাজীসহ পৌর, উপজেলা নের্তৃবৃন্দ।