December 7, 2024, 8:41 am
আব্দুল আউয়াল
বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি:
বরিশালের বানারীপাড়া উপজেলার সলিয়া বাকপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ৪৮নং মহিষা পোতার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাস্তাটির ২২ বছরেও সংস্কারের মুখ দেখেনি জনসাধারণ।এই রাস্তাটি সাবেক চেয়ারম্যান মুজিবুর রহমানের বাড়ি হয়ে অধ্যক্ষ জাকির হোসেনের বাড়ির সম্মুখ থেকে বর্তমান উপজেলা আওয়ামীলীগের সভাপতি গোলাম সালে্হ মঞ্জু মোল্লার বাড়ির প্রধান সড়কের পৌরসভার লিংকে মিলিত হয়েছে। একটু বর্ষা হলেই প্রতিনিয়ত এরকম চিত্র দেখা যায় তাই অতি জরুরী এই রাস্তাটি সংস্কার করা প্রয়োজন বলে জানান বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, মসজিদের মুসল্লীগণ ও স্থানীয় জনসাধারণ। তৎকালীন পূর্বে ২০০০ সালে মুজিবুর রহমান চেয়ারম্যান থাকাকালীন তার তত্ত্বাবধানে প্রায় এক কিলোমিটারের মত পাকা পিচ ঢালাইয়ের কাজ সম্পূর্ণ করেছিলেন।এই জনপথে রয়েছে অসংখ্য নেতাকর্মী ও সুশীল সমাজের ব্যক্তিবর্গের বসবাস।তাই সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের, স্থানীয় জনসাধারণের একটিই দাবি রাস্তাটির জন্য বিশেষ বরাদ্দ হোক বা যেভাবেই হোক অতি দ্রুত সংস্কার আমরা দেখতে চাই। এছাড়াও এ রাস্তা থেকে প্রতিনিয়ত যাতায়াত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের, মসজিদের মুসল্লীদের ও সাধারণ জনগণের।এ বিষয়ে সাবেক চেয়ারম্যান ও বর্তমান উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মুজিবুর রহমান বলেন, আমি চেয়ারম্যান থাকা কালীন সময়ে ২০০০ সালে সম্পূর্ণরূপে রাস্তাটির মেরামত করেছিলাম। এরপর থেকে রাস্তাটির মেরামত কাজে কেউ এগিয়ে আসেনি।তবে সুযোগ পেলে জনপ্রতিনিধি দ্বারা রাস্তার মেরামত করার জন্য আমার চেষ্টা অব্যাহত থাকবে।
আব্দুল আউয়াল
বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি।।