November 5, 2024, 3:23 am
সৈয়দ মশিউর রহমান হবিগঞ্জ।।
১৫ আগস্ট সকাল থেকে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতির পিতার ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস২০২২। দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের উদ্দেশ্যে জেলা প্রশাসন, হবিগঞ্জে দিনব্যাপী কর্মসূচির আয়োজন করে।
দিবসের শুরুতেই জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে জাতির পিতার ম্যুরাল এ পুষ্পস্তবক অর্পণ করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব মো: মাহবুব আলী এমপি, মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মো: আবু জাহির, হবিগঞ্জ জেলার সম্মানিত জেলা প্রশাসক জনাব ইশরাত জাহান, সম্মানিত পুলিশ সুপার জনাব এস এম মুরাদ আলি, বীর মুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক বৃন্দ ও সাধরণ জনগণ।
এরপর বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ঔষধ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। পরে শোক র্যালি সম্পূর্ণ শহর প্রদক্ষিণ করে এবং জেলা শিল্পকলা একাডেমীতে আয়োজিত আলোচনা সভায় সকলে অংশগ্রহণ করেন।