November 10, 2024, 5:22 am
“সভ্যতার পালে হাওয়া”
এস এম আক্তারুজ্জামান
তেলে মাথায় তেল দেওয়া,
ধনীর আরোও ধনী হওয়া,
সহজ পাঠে মন্দ হলেও
সভ্যতার পালে হাওয়া।
কর্জ করে ঘি খাওয়া,
ক্রেডিট কার্ডে বিদেশ যাওয়া,
নিন্দুকের পীড়া হলেও
সভ্যতার পালে হাওয়া।
পরের ধনে পোদ্দারি,
ভাইয়ে ভাইয়ে গাদ্দারি,
নীতির চোখে জ্বালা হলেও
সভ্যতার পালে হাওয়া।
মরার উপর খাড়ার ঘা,
বেকার ছেলের প্রেমিকা,
কানের মাঝে ব্যাথা হলেও
সভ্যতার পালে হাওয়া।