December 3, 2024, 8:03 pm
বি এম মনির হোসেনঃ-
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বাশাইল মাধ্যমিক বিদ্যালয় ও বাশাইল হাই সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চিত্রাংকন ও পুরস্কার বিতরণ, দোয়া মাহফিল যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে। এবং বনজ,ফলজ ও ঔষধী চারাগাছ রোপণ করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন বাশাইল মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি এনায়েত হোসেন নান্নু মিয়া, বাশাইল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নুরুল হক মিয়া, আগৈলঝাড়া উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বি এম মনির হোসেন, সহ-সভাপতি শফিকুল ইসলাম, মাধ্যমিক বিদ্যালয়ের কমিটির সদস্য ও সহকারী শিক্ষক গন।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক ও কমিটির সদস্য গন।
দোয়া মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা মোঃ রফিকুল ইসলাম ফারুকী।