December 3, 2024, 9:00 pm
মুহম্মদ তরিকুল ইসলাম, তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধিঃ পঞ্চগড়ের তেঁতুলিয়ায় জাতীয় শোক দিবস উপলক্ষে দর্জিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপনসহ বিভিন্ন কর্মসূচিসহ পালিত হয়েছে।
সোমবার (১৫ আগস্ট) সকালে বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২২ উপলক্ষে এই কর্মসূচি পালন করেন।
জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এসময় বিদ্যালয়ের সকল শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীগণ উপস্থিত ছিলেন।
এ বিষয়ে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা চন্দ্রারানী জোয়ার্দ্দার বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের চিঠির প্রেক্ষিতে এবং উপজেলা শিক্ষা অফিস কর্তৃক নির্দেশনা মতে নিজ নিজ প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় শোক দিবস উপলক্ষে তিন ধরণের বৃক্ষরোপন করতে বলা হয়েছে। তিনি জাতীয় শোক দিবসের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং উর্ধ্বতন মহলের নির্দেশনা মোতাবেক বৃক্ষরোপন কর্মসূচির পাশাপাশি কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার আয়োজন করেন।