December 9, 2023, 8:04 am
বি এম মনির হোসেনঃ-
বরিশালের আগৈলঝাড়ায় আওয়ামী লীগ ও প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিস্তারিত কর্মসূচী পালনের মধ্যদিয়ে ১৫আগষ্ট ৪৭তম জাতীয় শোকদিবস সোমবার পালিত হয়েছে।
এ উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে মাসব্যাপি কোরান খতম শেষে সকাল আটায় উপজেলা দলীয় কর্যালয়ে জাতীয়, কালো পতাকা ও সাংগঠনিক পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কার্যক্রম সূচনা হয়।
পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা, শহীদ আব্দুর রব সেরনিয়াবাতসহ সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় নীরবতা পালন, জাতির পিতা ও সাবেক মন্ত্রী শহীদ আব্দুর রব সেরনিয়াবাতের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী নিবেদন শেষে কালো ব্যাজ ধারণ ও শোক র্যালী অনুষ্ঠিত হয়।
শোক র্যালী শেষে সরকারী শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজ মাঠে উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈর সভাপতিত্বে দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভায় বক্তব্য রাখেন বরিশাল জেলা আওয়ামী লীগ নেতা ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ লিটন সেরনিয়াবাত।
উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সবুজ আকন এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সহ সভাপতি এস এম হেমায়েত উদ্দিন, উপজেলা মহিলা আওয়ামী লীগ নেত্রী পিয়ারা ফারুক বক্তিয়ার, আওয়ামী লীগ নেতা ও বাশাইল মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মোঃ এনায়েত হোসেন নান্নু মিয়া,
ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মোঃ ইলিয়াস তালুকদার, বিপুল দাস,আমিনুল ইসলাম বাবুল ভাট্টি, গৈলা মডেল ইউনিয়ন চেয়ারম্যান মোঃ শফিকুল হোসেন টিটু, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফিরোজ সিকদার, যুবলীগ সভাপতি সাইদুল সরদার, যুবলীগ নেতা সেরনিয়াবাত ফয়জুল,ছাত্রলীগ সভাপতি মিন্টু সেরনিয়াবাত, সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন পাইক, ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম পাইক, মোঃ মুরাদ হোসেন শিকদার।
আলোচনা সভায় ১৫আগষ্ট ঘাতকের বুলেটে নিহত শকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বাদ যোহর বিশেষ দোয়া মোনাজাত শেষে সরকারী শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজ মাঠে কাঙ্গালী ভোজ অনুষ্ঠিত হয়। দোয়া-মোনাজাত পরিচালনা করেন উপজেলা কেন্দ্রীয় জামে মসজিরে পেশ ইমাম হাফেজ মাওলানা ফজলুল হক।
অন্যদিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে একই দিন সকালে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, চিত্রাংকন প্রতিযোগীতা ও শহীদ সুকান্ত আবদুল্লাহ হল রুমে উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাখাওয়াত হোসেন এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ গোলাম সরোয়ার হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়,ভাইস চেয়ারম্যান
রফিকুল ইসলাম তালুকদার। অনুষ্ঠানে সরকারী কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। এছাড়াও
বাশাইল মাধ্যমিক বিদ্যালয় ও বাশাইল হাই সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ
উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত হয়েছে।