February 15, 2025, 5:28 pm
পাইকগাছা(খুলনা) প্রতিনিধি।।পাইকগাছা থানাপুলিশ অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করেছে। শনিবার সকাল সাড়ে ১১ টার দিকে এ অভিযান চালানো হয়। গ্রেফতার ওই আসামীকে উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। পাইকগাছা থানার সহকারী উপ-পুলিশ পরিদর্শক গোপাল চন্দ্র শাহা ও মোঃ শরিফুল ইসলাম জানান, শনিবার সাড়ে ১১ টার সময় উপজেলার চাঁদখালী ইউনিয়নের গড়ের আবাদ গ্রামে একটি চায়ের দোকানে অভিযান চালিয়ে ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামী মজিদ সরদার (৬০)কে গ্রেফতার করা হয়। তার নামে ২০১৭ সালের বন আইনে মামলা হয়। খুলনা সিনিয়র জুডিশিয়াল ম্যজিস্ট্রেট আদালত -১ তাকে ৬ মাসের সশ্রম কারাদন্ড সহ ৫ হাজার টাকা জরিমানা করেন। জরিমানার টাকা অনাদায়ে আরো ১৫ দিনের কাদন্ডে দন্ডিত করেন। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ জিয়াউর রহমান জানান, কারাদন্ডপ্রাপ্ত ওই আসামী দীর্ঘদিন পালাতক ছিল। তাকে গ্রেফতার করে শনিবার দুপুরে তাকে পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল ম্যজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে
ইমদাদুল হক,
পাইকগাছা,খুলনা।