December 21, 2024, 2:35 pm
পাইকগাছা(খুলনা) প্রতিনিধি।।
গত বৃহস্পতিবার বিকেলে পাইকগাছার লতা ইউনিয়নের গদারডাঙ্গা এলাকার উপর দিয়ে বয়ে যাওয়া আকষ্মিক ঘূর্ণিঝড়ের কবলে একটি কাঁচা বসত-বাড়ি বিধ্বস্ত হয়েছে।এসময় ঘেরের পানি প্রচন্ড গতিতে ঘূর্ণায়মান অবস্থায় এক ঘের থেকে অন্য ঘেরের কয়েক ফুট উপর দিয়ে বয়ে যায়। ঘূর্ণিঝড়টি গদারডাঙ্গা গ্রামের গপ্ফার গাজীর বাড়ি অতিক্রমের সময় তার কাঁচা বসতঘরটি নিমিষেই গুড়িয়ে যায়। অন্যদের ব্যাপক ক্ষয় ক্ষতি হয়।আকষ্মিক ঘূর্ণিঝড়ের ক্ষতিগ্রস্ত হয়েছেন ৩নং লতা ইউনিয়ন বিএনপি নেতা অহেদ আলী গাজীর ছেলে মোঃ গফফার আলী, জুলফিকার মোল্লার ছেলে জুয়েল মোল্লা, রহিম মোল্লার ছেলে মাসুদ মোল্লা। বুধবার বিকালে এ সকল বিএনপির নেতাদের সার্বিক খোঁজ-খবর নিতে যান পাইকগাছা উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় পাইকগাছা উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান এসএম এনামুল হকের নেতৃত্বে উপস্থিত ছিলেন,সিনিয়র সহ-সভাপতি আসলাম পারভেজ, যুগ্ম-সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল, সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, লতা বিএনপির সভাপতি আমিনুল ইসলাম বাহার, আবু মুসা, ইব্রাহীম গাজী, লিপটন সরদার, জাহিদুর রহমান লিটন, ছাত্রদলের সদস্য সচিব সাদ্দাম হোসেন, সেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক শামীম জোয়াদ্দার, বিশ্বজিৎ সাধু, বিল্লাল হোসেন, ওমর ফারুক মিঠু, জিয়াউর রহমান ও আমিনুল ইসলাম সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।