June 7, 2023, 12:24 pm
রংপুর থেকে বিভাগীয় প্রতিনিধি আবু নাসের সিদ্দিক তুহিন। —
গতকাল ১২ অগাস্ট শুক্রবার বিকেলে রংপুর সাহিত্য – সংস্কৃতি পরিষদের ১০৫৩- তম সাহিত্য বৈঠক পরিষদের টাউন চত্বরস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয়!বৈঠকে সভাপতিত্ব করেন পরিষদের সহ সভাপতি সুনীল সরকার।
সাহিত্যে সমালোচনার গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন বিশিষ্ট সাহিত্যিক, শিক্ষাবিদ প্রফেসর মোহাম্মদ শাহ আলম। সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করেন বীর মুক্তিযোদ্ধা, সাবেক অতিরিক্ত সচিব সুশান্ত চন্দ্র খাঁ।
স্বরচিত কবিতা পাঠে অংশ নেন কবি আফজাল হোসেন, লুৎফর রহমান সাজু, শামীম হোসেন, এ এস এম হাবিবুর রহমান, মেসবাউর রহমান, মাহমুদ ইলাহী মন্ডল, আবু নাসের সিদ্দিক তুহিন, দেলোয়ার হোসেন রংপুরী, খন্দকার মাহফুজার রহমান ও জয়িতা নাসরিন নাজ।
কবিতা আবৃত্তি করেন মেহেদী মাসুদ, আফরোজা বেগম, মাহমুদা চৌধুরী।
সঙ্গীত পরিবেশন করেন অধ্যক্ষ নজরুল ইসলাম চাঁদ, পুষ্পজিৎ রায় ও নীল রতন সরকার। জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ” রংপুর সাহিত্য পত্র ” প্রকাশের অগ্রগতি সম্পর্কে জানান সাহিত্য সম্পাদক মারুফ হোসেন মাহবুব।
বৈঠকে পঠিত লেখাগুলো নিয়ে বিশ্লেষণধর্মী আলোচনা করেন এড.মাসুম হাসান।
পুরো সাহিত্য বৈঠকটির সঞ্চালনা করেন পরিষদের সাংগঠনিক সম্পাদক কবি মামুন উর রশিদ।
শেষে জানানো হয়, জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের নিমিত্তে রংপুর সাহিত্য – সংস্কৃতি পরিষদ ১৫ অগাস্ট সকাল ১০.১৫ মি বঙ্গবন্ধুর মুরালে পুষ্পস্তবক অর্পণ,সকাল ১০.৩০ টায় শোক রেলিতে অংশগ্রহণ, সকাল ১১ টায় পরিষদ কার্যালয়ে বঙ্গবন্ধুকে নিবেদিত সাহিত্য বৈঠকের কর্মসূচি গ্রহণ করেছে। উক্ত কর্মসূচিতে অংশগ্রহণ করবার জন্যে সকলকে অনুরোধ করা যাচ্ছে।