November 11, 2024, 9:11 pm
মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের মধুপুরে ইয়ামাহা সেলস সেন্টারের সত্বাধিকারি মো.আইয়ূব আলীর (আরিফ) বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ আগষ্ট) সকালে মধুপুর শহরের বাসস্টান্ড আনারস চত্বরে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে থ্রি হুইলার মাহিন্দ্রা গাড়ি চালকরা এ মানববন্ধন করেন।
মানববন্ধনে অংশ গ্রহন কারিরা জানান,উপজেলার প্রায় ৩০ জন মাহিন্দ্র্রা চালকদের বিরুদ্ধে মিথ্যা চেক ডিজঅনারের মামলা দিয়ে হয়রানি করছেন আইয়ুব আলী(আরিফ)। চালকরা কেউ কেউ টাকা পরিশোধ করেছেন আবার কারো কিস্তি চলমান রয়েছে। এদের মধ্যে ৫/৭ জনের মাহিন্দ্রা গাড়ি আটকিয়ে দিয়েছেন ইয়ামাহা সেলস সেন্টারের
স্বত্বাধিকারী আইয়ুব আলী আরিফ।
কিস্তিতে নেয়া মাহিন্দ্রা গাড়ির মালিক মোছা.ফাহিমা ৪ লাখ ৪৮ হাজার ৫শ টাকার মধ্যে ৩ লাখ ৫৯ হাজার টাকা পরিশোধ করার পরও মাত্র ৯০ হাজার টাকার জন্য আইয়ুব আলী বাদী হয়ে আদালতে মামলা করেছেন। মামলায় ৪ লাখ ৪৮ হাজার ৫শ টাকার রায় হয়েছে।
ফাহিমার স্বামী মাহিন্দ্রা চালক মো,শফিকুল ইসলাম জানান,৯০ হাজার টাকার মধ্যে প্রায় সাড়ে চার লাখ টাকা না দিতে পারায় পলাতক হয়ে মানবেতন জীবনযাপন করতে হচ্ছে।
চালক মো.ইয়াসিন আলী জানান,৩ বছরের মাসিক কিস্তিতে টাকা পরিশোধ কারার কথা থাকলেও ২ বছরের মাথায় আমার বিরুদ্ধে মামলা করা হয়েছে। আদালতের আদেশে ৩ লাখ ১০ হাজার টাকা হাই কোর্টের চালান ফরমের মাধ্যমে জমা দিয়েছি।
মধুপুর ইয়ামাহা সেলস সেন্টারের সত্বাধিকারি মো.আইয়ূব আলীর (আরিফ) জানান,অভিযোগকারিরা ইয়ামাহা সেলস সেন্টারের থ্রি হুইলার মাহিন্দ্রা গাড়ির ক্রেতা। তারা সময়মত টাকা পরিশোধ না করায় তাদের বিরেুদ্ধে আইগত ব্যবস্থা নেয়া হয়েছে।