December 14, 2024, 8:04 am
পটিয়া প্রতিনিধিঃ পটিয়ার খরনায় প্রতিপক্ষের হামলায় ৪ জন আহত হয়েছেন। আহতরা হলেন, রাসেল বিন তাহের (৩০), মোহাম্মদ ফয়সল বিন তাহের (২৫), তাকি তাজওয়ার তাসিন (১৯), মোহাম্মদ নাজিম উদ্দীন (৩০)। গত সোমবার রাত আটটার দিকে পটিয়ার খরনা ৫ নং ওয়ার্ড আনু মিয়া মেম্বারের বাড়ি সড়কে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মো: আবু তাহের বাদী হয়ে ৮ জন নামীয় ও অজ্ঞাত নামা আরো ৮/১০ জনকে আসামী করে পটিয়া থানায় মামলা দায়ের করে। পুলিশ ওইদিন রাতেই অভিজান চালিয়ে মো আবু তৈয়ব (২২) এজাহার নামীয় এক আসামীকে গ্রেপ্তার করে। সে দক্ষিণ খরনা গ্রামের আশরাফ আলীর পুত্র। জানা গেছে, হাজী আবু তাহেরের মৌরশী ১৪৪ শতক জায়গা জোর পূর্বক লোকজন নিয়ে আসহাব মিয়া গং দখল করার চেষ্টা করে আসছে। এ ধারাবাহিকতায় গত ৮ আগস্ট আবু তাহেরের অসুস্থ স্ত্রীকে তার সন্তানরা হাসপাতাল থেকে চিকিৎসা শেষে বাড়ি নেওয়ার পথে প্রতিপক্ষরা দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে সিএনজি গতিরোধ করে। এক পর্যায়ে এলোপাতাড়ি হামলা চালিয়ে ৪ জন কে গুরুতর আহত করে। সেখান থেকে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিজিসি ট্রাস্ট হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাদের অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। বর্তমানে তারা সেখানে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে বলে পরিবার সূত্রে জানা যায়। এ ঘটনায় আবু তাহের বাদী হয়ে পটিয়া থানায় মামলা করলে পুলিশ অভিজান চালিয়ে এজাহার নামীয় আসামী মো আবু তৈয়বকে গ্রেপ্তার করে। পটিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করে। আদালতের বাদী পক্ষের আইনজীবী মো ফোরকান জানান, আসামী আবু তৈয়ব কে আদালতে হাজির করা হলে বিজ্ঞ আদালত তার জামিন আবেদন মঞ্জুর না করে জেল হাজতে প্রেরন করেন। মামলার বাদী আবু তাহের অভিযোগ করেন আসামীদের হুমকিতে তার পরিবার নিরাপত্তাহীনতায় রয়েছে। তিনি তার পরিবারের নিরাপত্তার জন্য পুলিশের উর্ধত্বন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করে বলেন আসহাব মিয়া গং শুধু আমার নয় ইতোপূর্বে এক মুক্তিযোদ্ধার জায়গা ও জোর দখল করার চেষ্টা করছিলো। আমরা এ ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। এ ব্যাপারে জানতে চাইলে পটিয়া থানার তদন্তকারী কর্মকর্তা আবদুল জলিল জানান, এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে একজনকে গ্রেপ্তার করেছে। অন্য আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।।