March 25, 2025, 10:06 pm
ফুলের বাগান কেটে ফেলায় মানব বন্ধন করেছেন গৌরনদী উপজেলার নিজাম উদ্দিন ডিগ্রি কলেজের ছাত্র ছাত্রীরা।
আজ সোমবার সকাল দশ টায় দ্বাদশ শ্রেনীর মানবিক বিভাগের শাওনের নেতৃত্বে এ কর্মসুচি পালিত হয়।
শিক্ষার্থী শাওন সহ একাধিক শিক্ষাার্থী জানায় তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন জায়গা থেকে নানান প্রজাতির ফুলের চারা সংগ্রগ করে কলেজের সৌন্দর্য বর্ধন করায় কলেজ ক্যাম্পাসে গাছের চারা রোপন এবং পরিচর্চা করে আসছেন।
সকালে ফুলের গাছ গুলি কাটা দেখে শিক্ষার্থীদের ভিতর ক্ষোভের সঞ্চয় সৃস্টি হয়। এবং তাদের মতে কলেজের সৌন্দর্য বর্ধনকে হত্যা করা হযেছে। তারি ধারাবাহিকতায় আজ এই কর্ম সুচীর আয়োজন করা হয়।
এ ব্যাপারে ওই কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার হালদার বলেন, কলেজ কর্তৃপক্ষের পরামর্শে তিনি এই ফুলের গাছ গুলি কাটিয়া ফেলেন।
এ ব্যাপারে সুস্ট তদন্তর মাধ্যমে প্রয়োজনিয় ব্যাবস্তা নিতে কর্তীপক্ষের হস্তক্ষেপ ককমনা করেন শিক্ষার্থীরা।