March 25, 2025, 9:27 pm
এইচ,এম রাজিব
শেখ হাসিনার বারতা, নারী পুরুষ সমতা এই প্রতিপাদ্যে মহিয়ষী বঙ্গমাতার চেতনা, অদম্য বাংলাদেশের প্রেরণা এই স্লেগানকে সামনে রেখে মাগুরার শালিখায় বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এর ৯২ তম জন্ম বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, সোলাই মেশিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। আজ সোমবার ( ৮ আগষ্ট) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কার্যালয়ের যৌথ উদ্দোগ্যে উপজেলা মিলনায়তন কক্ষে এ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিফ-উল হাসান এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড: কামাল হোসেন, বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারি কমিশনার ভূমি উম্মে তাহমিনা মিতু, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড শ্যামল কুমার দে, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ইলিয়াচুর রহমান, শালিখা থানা অফিসার ইনচার্জ বিশারুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়াম্যান রেজাউল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার শাবানা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবু বক্কর। এছাড়াও শালিখা প্রেসক্লাবের সভাপতি দীপক চক্রবর্তী, শালিখা রিপোর্টার্স ইউনিটির সভাপতি শহিদুজ্জামান চাঁদ, সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ, সাংগঠনিক সম্পাদক নাজমুল হক সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ ও স্থানীয় গন্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা তাদের বক্তবের মাধ্যমে মহিয়সী এই নারীর প্রতি বিনম্র শ্রদ্ধা ও অশেষ ভালোবাসা জ্ঞাপন করেন। পাশাপাশি বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এর আদর্শ অনুসরণ করে প্রতিটা মহিলা জীবন যাপন করলে বাংলাদেশ একটি সোনার দেশে পরিনত হবে বলেও জানান তারা। অনুষ্ঠান শেষে দশ জন অসচ্ছল-হত দরিদ্র মহিলাদের মাঝে ৪ টি সেলাই মেশিন ও নগদ ১২ হাজার টাকা বিতরণ করা হয়।