March 18, 2025, 2:20 pm
মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে শয্যাশায়ী ৬৯বয়সী বৃদ্ধ হীরা মিয়া; বাঁচার আকুতি তার। কিন্তু অর্থের অভাবে চিকিৎসা করাতে পারছেন না তার অস্বচ্ছল পরিবার। হীরা মিয়া ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ৩৭নং ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন।
চিকিৎসক জানিয়েছেন, সে মরণব্যাধি মিরাজ থিস ক্যান্সারে আক্রান্ত হয়েছে।
তার পরিবার জানিয়েছে, হীরা মিয়ার চিকিৎসায় ইতোমধ্যে প্রায় লক্ষাধিক টাকা ব্যয় হয়েছে। আরও চিকিৎসা করাতে আরো অনেক টাকার প্রয়োজন। তার গরিব পরিবারের পক্ষে এত টাকা সংগ্রহ করা সম্ভব নয়। সমাজে বিত্তশালী, ধনবান ও শুভাকাঙ্ক্ষীদের কাছে আর্থিক সাহায্য কামনা করেছেন।
প্রায় মাস খানেক আগে তার মরণব্যাধি মিরাজ থিস ক্যান্সার ধরা পড়ে। হীরা অত্যন্ত বিনয়ী, ভালো মানুষ বলে জানিয়েছেন তার এলাকাবাসী। হঠাৎ করে তার এমন রোগ ধরা পড়ল, যা সত্যিই দুঃখজনক। তার অভাবের সংসার। তার পরিবারের সামর্থ্য নাই চিকিৎসা করার। সমাজের বিত্তবান ও বিভিন্ন প্রশাসনে কর্মরত চাকুরীজীবি ও সমাজ সেবকদের কাছে
সাহায্যের হাত বাড়িয়ে সহযোগিতা দেওয়ার জন্য অনুরোধ করেছেন তার পরিবারের সদস্যরা।
সাহায্য পাঠানোর জন্য: বিকাশ অ্যাকাউন্ট নম্বর
01707 31 60 70 ।।