June 1, 2023, 10:08 pm
মংচিন থান বরগুনা প্রতিনিধি।।
বরগুনার তালতলীতে ০৮ আগস্ট সোমবার সকাল ১০টায় নামিসে পাড়া রাখাইন ভাষা শিক্ষা কেন্দ্রটিতে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। বরিশাল কেথলিক ডায়সিসের প্রজেক্ট মারিয়া সিক সেল্টার এর আয়োজনে রাখাইন সমাজ উন্নয়ন সাংস্থার সহযোগিতায়।
মি: মংচিন থান এর সভাপতিত্বে মেডিকেল ক্যাম্প উদ্ধোধন করেন, নামিসে পাড়া বৌদ্ধ বিহারের বিহারা দক্ষ ভদন্ত চান্দবাচা মহাথের উপস্থিত ছিলেন সিস্টার রোজিনা থামি, সিস্টার এলিজাবেথ, মি.মিল্টন ও তালতলী কারিতাস আই সিডিপি মিসেস,চান্দাওয়েন প্রমুখ।
মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সহায়তা প্রদান করেন ডা:মংম্যা, এসময় তারা ১০০শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ প্রদান করেন ।