March 17, 2025, 8:37 am
নিজস্ব প্রতিনিধিঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী, মহীয়সী নারী বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এর ৯২তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠন সমূহ পটিয়া কর্তৃক আয়োজিত আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল মুন্সেফ বাজার কার্যালয়ে অনুষ্টিত হয়।
বীর মুক্তিযোদ্ধা চৌধুরী মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন হুমায়ুন কবীর রাশেদ।
এতে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা একেএম আবদুল মতিন চৌধুরী।
প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক মুহাম্মদ বদিউল আলম।
বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা খায়ের আহমদ, সমীরন খাস্তগীর, মাষ্টার সিরাজুল ইসলাম, ব্যাংকার নুরুল ইসলাম, মফিজুর রহমান, ডিএম জমির উদ্দীন, ইঞ্জিনিয়ার জসীম উদ্দিন, সোহেল ইমরান, মোক্তার আহমেদ আরিফ, সাইফুল ইসলাম, জসিম উদ্দিন, বদিউল আলম, যুবলীগ নেতা আজিজুল হক মানিক, হাসান শরীফ, নজরুল ইসলাম, সাইফুদ্দীন ভোলা, নুরুল ইসলাম, আবদুল আউয়াল, সাইফুল ইসলাম জুয়েল, মোঃ আনোয়ার, মোঃ জসিম, ছাত্রলীগ নেতা সাজ্জাদ হোসেন, সাব্বির আহমেদ, মোঃ আসিফ, সাকিব হোসেন, নুরুল ইসলাম রুবেল প্রমূখ।