June 1, 2023, 10:27 pm
মোঃ বাবুল হোসেন পঞ্চগড়
তেঁতুলিয়ায় চৌরাস্তা মহাসড়কে উপর অবৈধ ভাবে মালামাল রাখার দায়ে
৩ জন ফার্নিচার কাঠ ব্যবসাহী
জরিমানা করা হয়েছে।
শনিবার (৬ আগস্ট) তেঁতুলিয়া চৌরাস্তা বাজার মনিটরিংকালে মহাসড়কের উপর অবৈধভাবে মালামাল রাখার দায়ে হাইওয়ে এ্যাক্ট, ১৯২৫ এর মহাসড়ক (নিরাপত্তা, সংরক্ষণ ও চলাচল নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০১ অনুযায়ী তিন জন কাঠ ব্যবসায়ীকে মোট ১৫ হাজার অর্থদন্ড প্রদান করেছে
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব সোহাগ চন্দ্র সাহা এ দন্ডাদেশ প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন তেঁতুলিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব কাজী মাহমুদুর রহমান ও স্থানীয় তেঁতুলিয়া ৩নং ইউনিয়নের ইউপি চেয়ারম্যান জনাব মাসুদ করিম সিদ্দিকী উপস্থিত ছিলেন।
বাজার মনিটরিংকালে তেঁতুলিয়া চৌরাস্তা বাজারে মহাসড়কের উপর যত্রতত্র গড়ে উঠা অস্থায়ী দোকান পাট সমূহ যথাস্থানে স্থানান্তরের জন্য নির্দেশনা প্রদান করা হয়। অপরদিকে আজ বিকালে ভজনপুর, বুড়াবুড়ি ও কালান্দিগঞ্জ বাজার মনিটরিংকালে ভোজ্য তেল, চিনি, পেয়াজ, রসুনসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় দ্রব্যর বাজার মূল্য পর্যবেক্ষণ করা হয় এবং দোকানদারদেকে পণ্যের মূল্য তালিকা প্রদর্শনের জন্য নির্দেশনা প্রদান করা হয়।