March 25, 2025, 10:15 pm
মহিউদ্দীন চৌধুরী,ষ্টাফ রিপোর্টারঃ পটিয়ার হাবিলাসদ্বীপ ইউনিয়নর কৃতি সন্তান মরহুম নুরুন্নবী মাতবরের সর্বকনিষ্ঠ সন্তান শেখ নুরুল ঈমান চৌধুরী চেয়ারম্যানের ছোট ভাই আলহাজ্ব হাফেজ নুরুল করিম চৌধুরী (রহঃ) এর জীবন কর্ম শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল ৫ আগষ্ট শুক্রবার সন্ধায় সফর আলী মুন্সীর গ্রামের বাড়ীতে অনুষ্ঠিত হয়।
চরকানাই আল্লামা শাহ মুফতি আযীযুল হক (রঃ) ইসলামি পাঠাগারের ব্যবস্থাপনায় আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন, আল জামেয়া আল ইসলামিয়া পটিয়া মাদ্রাসার মুহাদ্দিস মৌলনা কাজী আখতার হোসেন আনোয়ারী,বিশেষ অতিথি চট্টগ্রাম বেলে খান মসজিদের খতিব মুফতি মাহামুদ্দুল্লা মোজাফফর,ইসলামি সংগীত পরিবেশন করেন এইস এম সাদেক হোসেন, এস এম নুরুল ওয়াহাব চৌধুরী, এস এম শওকত উদ্দীন চৌধুরী, এস এম নুরুল কাদের চৌধুরী, হাফেজ মৌলনা নুর উদ্দীন সিদ্দিকী, মৌলনা মাহমুদ উল্লা, মেম্বার আবুল হাসেম লাভলু, সমাজ সেবক এস এম জসিম উদ্দিন প্রমুখ। প্রধান অতিথি মৌলনা কাজী আকতার হোসেন বলেন,মরহুম হাফেজ নুরুল করিম চৌধুরী একজন সাদা মনের মানুষ ছিলেন। তিনি শিক্ষিত সমাজ গঠনে এলাকায় ব্যাপক ভুমিকা রেখেছেন এ জন্য চরকানাই জনগণ আজীবন স্বরণ করবে। আকতার হোসেন বলেন,মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য’ চিরন্তন এই বাণী শোনা যায় প্রায়। কিন্তু এর মর্মবাণী ধারণ করেন খুব কম সংখ্যক মানুষই। একটা সময় দানবীর, সমাজসেবী মানুষের উৎসাহে, অর্থায়নেই এগিয়ে যেতো একেকটি গ্রাম, মহল্লা কিংবা অঞ্চল। কিন্তু মানুষের কর্মব্যস্ততা, অর্থের প্রতি অতিরিক্ত লিপ্সা এখন দূরে ঠেলে দিয়েছে মানবিক কর্মকান্ড থেকে। তারপরও নানা সময় অনেকেই সমাজের, মানুষের কল্যাণে, দেশ ও জাতির কল্যাণে এগিয়ে আসেন নিজ থেকেই। তার মধ্যে নুরুল করিম চৌধুরী ছিলেন অগ্রভাগে। তিনি অসহায়-দুঃস্থদের পাশে দাঁড়িয়ে দুঃখ-কষ্টের ভাগিদার হওয়ার চেষ্টা করেছিলেন।