October 14, 2024, 11:47 pm
সুজানগর(পাবনা)প্রতিনিধি ঃ হিরোইনসহ হত্যা মামলার আসামি মো.রবি প্রামানিককে গ্রেফতার করেছে সুজানগর থানা পুলিশ। সে সুজানগর পৌরসভার চরভবানীপুর এলাকার মৃত মেহের প্রামানিকের ছেলে। থানার ওসি আব্দুল হাননান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে হেরোইন সহ হত্যা মামলার আসামী রবি প্রামানিককে গ্রেফতারের পর শনিবার পাবনা কোর্টে প্রেরণ করা হয়।
এম এ আলিম রিপন
সুজানগর(পাবনা)প্রতিনিধি।।