November 10, 2024, 6:00 am
এস এম মিলন জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ
জয়পুরহাটের ক্ষেতলালে প্রতিবেশীর
সঙ্গে মোবাইল ফোন নিয়ে ঝগড়ার এক পর্যায় অভিমানে কিটনাশক
সেবন করে আতহত্যা করেছে এক গৃহবধু। নিহত গৃহবধু পৌর এলাকার
ভাসিলা গ্রামের হাফিজুল ইসলামের স্ত্রী। গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টায়
পৌর এলাকা ভাসিলা গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, ক্ষেতলাল পৌর এলাকার ভাসিলা গ্রামের আম্বিয়া
বেগম(৪২), একই গ্রামের সুহেলের স্ত্রী সেলিনা বেগমের সঙ্গে
কয়েকদিন পূর্বে মোবাইল ফোনকে কেন্দ্র করে ঝগড়া বিবাদ হয়।
বিষয়টি তার স্বামীকে জানালে কোন ব্যবস্থা না নেওয়ায় গত শুক্রবার
সন্ধ্যা ৭টায় অভিমান করে তার বাড়ীতে সকলের অজান্তে কিটনাশক সেবন
করে ছটফট করতে থাকে। চিৎকার শুনে প্রতিবেশীরা বাড়ীতে গিয়ে তার
এমন অবস্থা দেখে তাকে বাচাঁতে অটো রিক্সা যোগে ক্ষেতলাল উপজেলা
স্বাস্থ্য নিয়ে গেলে জরুরী বিভাগের ডাক্তার উন্নত চিকিৎসার জন্য
জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে নেওয়ার পথে সে মৃত্যুবরণ করে।
এ বিষয়ে ক্ষেতলাল থানায় একটি ইউডি মামলা হয়েছে।