March 16, 2025, 11:47 pm
(রিপন ওঝা, মহালছড়ি)
মহালছড়িতে আজ ৫আগস্ট সকাল ১০.০০ঘটিকায় ১ম বারের মতো সেবা ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধনের মধ্যে দিয়ে পদযাত্রা শুরু হয়েছে।
আজকে উদ্বোধনের শুভদিনে ডাক্তারগণ চিকিৎসা সেবা ফ্রি দেয়ায় রোগী অনেক উপস্থিত ছিলেন। তাই ডাক্তার দীপা ত্রিপুরা শুক্লা, ডাক্তার মো ইসতিয়াকুর রহমান ও প্রতিটি ইউনিয়ন হতে দেড় শতাধিক রোগী চিকিৎসা সেবা নেয়ার জন্যে উপস্থিত ছিলেন।
ফিতা কেটে উদ্বোধনের পরেই পবিত্র গ্রন্থ পাঠ করানো হয় এবং সংক্ষিপ্ত আকারে আলোচনা সভার আয়োজন দিয়ে উদ্বোধন অনুষ্ঠানটি সুসম্পন্ন করা হয়।
উক্ত এ মহতী সময়ে উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও ১নং সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রতন কুমার শীল, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিন, বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি সুনীল দাশ উদ্বোধক হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন।
উক্ত এ মহতী সময়ে রিপন ওঝা’র সঞ্চালনা করেন।
উক্ত সেবা ডায়াগনস্টিক সেন্টারের সেবাসমূহ হচ্ছে কম্পিউটারাইজড প্যাথলজি, হেমাটোলজি, বায়োকেমেস্ট্রি, ইমিউনোলজি, সিরাম ইলেকট্রোলাইট, হরমোন টেস্ট, আল্ট্রাসনোগ্রাফী, ডিজিটাল এক্সরে, ইসিজি, টিকাদান, মেডিকেল চেকআপ ধারাবাহিকক্রমে বিশেষজ্ঞ ডাক্তার কর্তৃক চেম্বার পরিচালিত হবে।