February 15, 2025, 6:33 am
পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি: ৩ আগষ্ট বুধবার বেলা ১১টায় পাথরঘাটার নতুন ইউএনও সুফল চন্দ্র গোলদারের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
প্রাথমিক শিক্ষা অফিসার টিএম শাহ আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোস্তফা গোলাম কবির, বীরমুক্তিযোদ্ধা এম এ খালেক,ওসি আবুল বাসার, পৌর মেয়র আনোয়ার আকন,হাজী জালাল উদ্দিন মহিলা কলেজের অধ্যক্ষ স্বপন পাল, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমল তালুকদার,বনিক সমিতির সাধারণ সম্পাদক অরুন কর্মকার,ঈমাম সমিতির মোঃ আবুল কালাম আজাদ, এডভোকেট মশিউর রহমান, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মনিরুল ইসলাম,মা: শিক্ষক সমিতির সভাপতি তরিকুল ইসলাম রেজা এবং প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ছগীর হোসেন সহ অতিথি বৃন্দ।
এসময় অনুষ্ঠানের সভাপতি ও নবনিযুক্ত উপজেলা নির্বাহি কর্মকর্তা সুফল চন্দ্র গোলদার বলেন, আপনাদের সকল কাজে রাত কিংবা দিনে আমাকে পাবেন । কোনো ধরনের সমস্যা হলে সরাসরি আমার অফিসের নম্বরে ফোন দিবেন। আমাকে সহযোগিতা করবেন।
অমল তালুকদার।।