April 29, 2025, 8:58 am
আজিজুল ইসলাম : যশোরের শার্শার বালুন্ডা জামতলা সড়কের ভাগারিখা এলাকা থেকে ১০ পিচ সোনার বার ও একটি মোটরসাইকেল সহ হাসানুজ্জামান (২২) নামে একজন পাচারকারীকে বিজিবি আটক করেছে। উদ্ধার করা সোনার ওজন ১ কেজি ১০৮ গ্রাম। মঙ্গলবার (২ আগষ্ট) দুপুরে তাকে আটক করা হয়।
আটক হাসানুজ্জামান বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের মাহবুবুর রহমানের ছেলে।
বিজিবি জানায়, ভারতে সোনার একটি চালান পাচার হবে, এমন গোপন খবরের ভিত্তিতে কায়বা বিওপির একটি বিশেষ টহল দল শার্শা থানার টেংরা গ্রামের ভাগারিখা মোড় থেকে অভিযান চালিয়ে ১০ পিচ সোনার বার ও ১টি মোটরসাইকেল সহ হাসানুজ্জামানকে আটক করা হয়েছে ।
উদ্ধারকৃত সোনার বারের আনুমানিক সিজার মুল্য ৮৪ লক্ষ পঞ্চাশ হাজার টাকা।
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক মোহাম্মদ তানভীর রহমান জানান, আটক পাচারকারী, উদ্ধার করা সোনার বার ও মোটরসাইকেলের বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।