February 15, 2025, 7:29 am
মো.হাসমত উল্ল্যাহ,লালমনিরহাট।।।
লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানার ৫নং চন্দ্রপুর, ইউনিয়ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৯০বোতল মাদকদ্রব্য ফেন্সিডিল উদ্ধার সহ এক জনকে গ্রেফতার করেন কালীগঞ্জ থানার গোড়ল পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ।
লালমনিরহাটের কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি)এ টি এম গোলাম গোলাম রসুল, আই জিপি ব্যাজ প্রাপ্ত এর নেতৃত্বে গোড়ল পুলিশ তদন্ত কেন্দ্র অফিসার ইনচার্জ এসআই/মোঃ নাজমুল ইসলাম,এএসআই মোঃ রায়হান কবির, কং/মোঃ আলী রাজ ও কং/মোঃ মাসুদ আহমেদ,ও সঙ্গীয় ফোর্স সহ কালীগঞ্জ থানাধীন ৫নং চন্দ্রপুর, ইউনিয়নের উত্তর বালাপাড়া গ্রামের বাবু রামের বসত বাড়ির ৫০গজ পশ্চিম পাশে কাচা রাস্তায় বিশেষ অভিযান ৯০বোতল অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল উদ্ধার সহ এক জনকে গ্রেফতার করেন গোড়ল পুলিশ তদন্ত কেন্দ্র পুলিশ। গ্রেফতারকৃত আসামী হলে আসামি ইব্রাহিম ২৫,পিতা সহিদার রহমান, গ্রাম নওদাবাস, কালীগঞ্জ, লালমনিরহট।গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কালীগঞ্জ থানায় একটি মামলা হয়।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) এ টি এম গোলাম গোলাম রসুল, আই জিপি ব্যাজ প্রাপ্ত, জানান গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ থানার উত্তর বালাপাড়া গ্রামে বিশেষ অভিযান চালিয়ে ৯০বোতল মাদকদ্রব্য ফেন্সিডিল উদ্ধার সহ এক জনকে গ্রেফতার করেন কালীগঞ্জ থানার গোড়ল পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ।
হাসমত উল্ল্যাহ।