February 15, 2025, 5:10 pm
ইমদাদুল হক,পাইকগাছা,খুলনা।।
জগৎখ্যাত বিজ্ঞানী আচার্য প্রফুল্লচন্দ্র রায় এর জন্ম বার্ষিকীতে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি বলেন , পাইকগাছার মাটিতে এমন একজন গুনি ব্যাক্তি জন্ম গ্রহণ করেছিলেন যে পৃথিবী জুড়ে যার খ্যাতি বয়ে বেড়াচ্ছে। বিজ্ঞানী আচার্য প্রফুল্লচন্দ্র রায় শুধু বিজ্ঞানী ছিলেন না তিনি বাংলাদেশের নারীদের উন্নয়নে প্রথম এই রাড়ুলীতে তার মায়ের নামে ভূবনী মোহিনী বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন দেশে প্রতিষ্ঠা করেন। মঙ্গলবার বিকালে খুলনা জেলার পাইকগাছা উপজেলার রাড়ুলীতে বিজ্ঞানী রসায়ন বিদ পিসি রায় এর ১৬১ তম জন্মবার্ষিকী জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসক মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তৃতায় প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি এ কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পাইকগাছা -কয়রা থেকে নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব আক্তারুজ্জামান বাবু, পুলিশ সুপার মাহবুব হাসান, উপজেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, মেয়র সেলিম জাহাঙ্গীর, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শেখ শাহাদাত হোসেন বাচ্চু, চেয়ারম্যান আবুল কালাম আজাদ । অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শিহাব উদ্দিন ফিরোজ বুলু ওসি জিয়াউর রহমান জিয়া, ইউপি চেয়ারম্যান কওসার আলী জোয়ারদার , আঃ সালাম কেরু, আঃ মান্নান গাজী , শাহজাদা ইলিয়াস,কাজল কান্তি বিশ্বাস,কে এম আরিফুজ্জামান তুহিন প্রমূখ।