December 26, 2024, 11:52 am
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
নোংরা পরিবেশ, মূল্য তালিকা না থাকা ও বেশি দামে পণ্য বিক্রির অভিযোগে মোংলায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কমলেশ মজুমদার ভোক্তা অধিকার আইনে বুধবার দুপুরের পর পৌর শহরে আকস্মিক এ মোবাইল কোর্ট পরিচালনা করেন। এ সময় তিনি শহরের শেখ আঃ হাই সড়ক ও কমিশনার সফিউল্লাহ সড়কের আশপাশের দোকানপাটে অভিযান চালান। অভিযানে একটি বেকারী, একটি মুদি দোকান, একটি মিষ্টির দোকান ও তিনটি ওষুধের দোকান মালিককে নগদ ১৫ হাজার টাকার অর্থদন্ড দেন তিনি। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক বাসুদেব কুমার বিশ্বাসসহ পুলিশ ও আনসার সদস্যরা।
উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক বাসুদেব কুমার বিশ্বাস বলেন, বাজার মনিটরিংকালে যেসব দোকানীদের মধ্যে অনিয়ম পাওয়া যায় তাদেরকে জরিমানা করা হয়েছে। তিনি আরো বলেন, বিশেষ করে বেকারী, মিষ্টি, ওষুধ ও মুদিসহ বিভিন্ন পণ্যের দোকানীদের বার বার ভোক্তা অধিকার আইন মেনে বেচা-কেনা করার জন্য নির্দেশনা দেয়া হলেও তা তারা কোনভাবেই মানছেন না। তাই ভোক্তা অধিকার আইন বাস্তবায়নে সকলকে সর্তক করার পাশাপাশি অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে এ অভিযান পরিচালনা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।