March 18, 2025, 2:28 pm
পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
পটিয়ার আশিয়ায় দশ দিন ব্যাপি শোহাদায়ে কারবালা মাহফিলের চতুর্থ দিনের মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার রাতে দক্ষিণ আশিয়া গাউছিয়া সুন্নিয়া দাখিল মাদরাসা মাঠে আল্লামা মুহাম্মদ রফিক উদ্দিন সিদ্দিকীর সভাপতিত্বে ও মাওলানা মুহাম্মদ আবু তালেব মঈনীর পরিচালনায় ওয়ায়েজিন হিসেবে তকরির পেশ করেন মুফতি মাওলানা মুহাম্মদ বদরুজ্জামান রিয়াদ, মাওলানা মুহাম্মদ ছানাউল্লাহ শিবলী নোমানী,মাওলানা মুহাম্মদ শাহজাহান আলকাদেরী।
বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ছনহরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুর রশিদ দৌলতী, আবদুর রশিদ সিকদার, সেলিম মোস্তফা, এরশাদ উল্লাহ রজায়ী।