December 3, 2024, 8:21 pm
মোঃ বাবুল হোসেন পঞ্চগড়;
পঞ্চগড়ে থানার এসআই / বেলাল এবং এসআই / হ্যামলেটের নেতৃত্বে গোপন সংবাদ এর ভিত্তিতে পৃথক পৃথক দুটি অভিযান পরিচালনা কালে রাত ১২ঃ৪৫ ঘটিকায় পঞ্চগড় সদর থানাধীন ২নং হাফিজাবাদ ইউপি সরদার পাড়া হতে১। শাহীনুর ইসলাম (২৮), পিতা- মোঃ দুললু মিয়া, গ্রাম- হাফিজাবাদ (সর্দারপাড়া),২। মোঃ আমজাদ আলী (৪৮), পিতা- মৃত আরফান আলী, গ্রাম- হাফিজাবাদ (সর্দারপাড়া), ৩। মোঃ কেরামত আলী (৫৬), পিতা- মৃত সসামন আলী, গ্রাম- হাফিজাবাদ (সর্দারপাড়া), ৪। মোঃ আব্দুর রশিদ (৫৫), পিতা- মৃত দানেজ আলী, গ্রাম- হাফিজাবাদ ( কানাপাড়া),৫। মোঃ আইবুল (৪২), পিতা- জয়নাল, গ্রাম- হাফিজাবাদ (সর্দারপাড়া),সর্ব থানা- পঞ্চগড় সদর, সর্বজেলা- পঞ্চগড়।
এবং রাত ০১.১৫ ঘটিকায় পঞ্চগড় সদর থানাধীন ০৪ নং কামাত কাজলদিঘীর ফুল-পাড়া হতে
১। মোঃ আমির হোসেন (৪০), পিতা- মৃত হাফিজ উদ্দিন, গ্রাম- ফুলপাড়া, ২। মোঃ ফয়েজ উদ্দীন (৩৫), পিতা- মৃত শামসুদ্দীন, গ্রাম- ফুলপাড়া,৩। মোঃ আব্দুর রহমান (৪০), পিতা- মোঃ শুকুর আলী, গ্রাম- ফুলপাড়া,৪। মোঃ আব্দুল করিম (৩৯), পিতা- মৃত আঃ জব্বার, গ্রাম- ফুলপাড়া, ৫। মোঃ আজিজার রহমান (৩০), পিতা- মোঃ নুরুল হক, গ্রাম- ফুলপাড়া,
৬। মোঃ নজরুল ইসলাম (৪০), পিতা- মোঃ আজিজার রহমান, গ্রাম- ফুলপাড়া,৭। মোঃ জিয়ারুল ইসলাম (৩০), পিতা- মোঃ হাফিজ উদ্দীন, গ্রাম- দফাদারপাড়া, ওয়ার্ড নং-৪, ৮। মোঃ হামিদুল ইসলাম (৫৫), পিতা- মৃত মিয়াজ উদ্দিন, গ্রাম- দফাদারপাড়া, ওয়ার্ড নং-৪, সর্বথানা- পঞ্চগড় সদর, সর্বজেলা- পঞ্চগড়গনদেন জুয়া খেলার সরঞ্জামদি সহ হাতেনাতে গ্রেফতার করে। উক্ত বিষয়ে পঞ্চগড় সদর থানায় দুটি পৃথক পৃথক মামলা রুজু হয়েছে।