April 29, 2025, 8:20 am
রক্সী খান প্রতিনিধি : মাগুরা-যশোর সড়কের মঘির ঢাল এলাকায় যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে অজ্ঞাত পরিচয় মধ্য বয়সি এক পথচারির মৃত্যু হয়েছে।
আজ রবিবার বিকালে ওই পথচারি মঘির ঢালের একটি দোকান থেকে বিস্কুট কিনে রাস্তা পার হওয়ার চেষ্টা করছিলেন। এমন সময় মাগুরা থেকে যশোর গামী একটি যাত্রীবাহী পরিবহন তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পরে মাগুরা সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
মঘির ঢাল এলাকায় সড়কটি ঝুঁকিপূর্ণ হওয়ায় প্রায়ই সেখানে সড়ক দূর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটে থাকে। যে কারণে এলাকাবাসি সেখানকার রাস্তাটি প্রশস্তকরণের দাবি জানিয়েছে।
রক্সী খান ।