December 6, 2024, 11:38 pm
মধুপুর( টাঙ্গাইল) প্রতিনিধিঃ
টাঙ্গাইলের মধুপুর উপজেলার রক্তিপাড়া বাসস্ট্যান্ড হতে ৩০০ গজ পূর্বে চাপড়ী রোডের ঘোনাপাড়া এলাকার মৃত মতিয়ার রহমানের বাড়ি সহ ৬/৭টি পরিবারের লোকজন তাদের যাতায়াতের বহু পুরনো রাস্তা খরের পালা এবং গাছের খুটি গেড়ে বন্ধ করে দিয়েছে পার্শ্ববর্তী বাড়ির একাব্বর আলী গং।
এতে করে যাতায়াত সহ আসবাবপত্র, ধানচাল এবং মুমূর্ষু রোগীর চিকিৎসার জন্য কোন ভ্যান রিক্সা আনানেওয়া করা যাচ্ছে না যার ফলে মানবেতর জীবনযাপন করছে বলে জানিয়েছেন ভুক্তভুগী পরিবার।
এলাকাবাসি জানান, দীর্ঘদিনের এই পুরনো রাস্তাটি বিভিন্ন জনে বাড়ি করে দুপাশে সংকুচিত করে ফেলেছে। অনেকেই রাস্তার মধ্যে খরেরপালা করেছে আবার অনেকে টয়লেটের মল বের করার ড্রেন করে পরিবেশ বিঘ্নিত করছে। এমতাবস্থায় ভুক্তভোগীগন তাদের যাতায়াতের পুরনো রাস্তাটি ব্যবহার এবং ৭/৮ টি পরিবারকে বন্ধিদশা থেকে অবমুক্ত করার জন্য উর্ধতন কর্তৃপক্ষের কাছে আকুল আবেদন জানিয়েছেন।