December 3, 2024, 8:52 pm
দিনাজপুর প্রতিনিধি – দিনাজপুরের বীরগঞ্জের দারিয়াপুর আলিম মাদ্রাসায় ইউপি চেয়ারম্যান আনিস কে সংবর্ধনা দেওয়া হয়েছে।
উপজেলার নিজপাড়া ইউনিয়নের চেয়ারম্যান ও দিনাজপুর আদর্শ মহাবিদ্যালয়ের সাবেক প্রভাষক মোঃ আনিসুর রহমান আনিসকে ৩১ জুলাই রবিবার সকালে নিজপাড়া ইউনিয়নের দারিয়াপুর আলিম মাদ্রাসা কর্তৃপক্ষ সংবর্ধনা দেয়।
সংবর্ধনা শেষে মাদ্রাসার সভাপতি প্রভাষক রবিউল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নিজপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আনিসুর রহমান আনিস।
মাদ্রাসার সুপার ইব্রাহীম হোসেনের পরিচালনায় বিষেশ অতিথি হিসাবে বক্তব্য রাখেন নিজপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এমএ খালেক সরকার। এসময় অন্যান্নদের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সদস্য, মাদ্রাসার শিক্ষক শিক্ষিকা, অভিভাবক সদস্য ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।