December 5, 2023, 3:51 pm
আব্দুল আউয়াল
বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি:
বরিশালের বানারীপাড়ায় রবিবার ৩১জুলাই সমাজসেবা অধিদপ্তের উদ্যোগে উপজেলা রোগী কল্যাণ সমিতির পক্ষ থেকে অসহায় অসচ্ছল গরীব রোগীদের স্বাস্থ্য সেবা কার্যক্রম পরিচালনা করা হয়। তারই ধারাবাহিকতায় বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে শ্বাস কষ্ঠের মূমুর্ষ অবস্থায় ভর্তি হওয়া রোগী মমতাজ বেগমকে চিকিৎসা শেষে বিনা মূল্যে একটি নেবুলাইজার মেশিন ও ঔষধ বিতরন করা হয়। উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার হাফিজুল ইসলাম শাকিলের চিকিৎসা পত্র অনুযায়ী মেশিন ও ঔষধ সমগ্রী প্রদান করা হয়। এ সময় উপজেলা সমাজ সেবা কর্মকর্তা ও রোগী কল্যাণ সমিতির সম্পাদক পার্থ সারথী দেউড়ি এবং বানারীপাড়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক ও রোগী কল্যাণ সমিতির যুগ্ম সম্পাদক এস মিজানুল ইসলাম উপস্থিত ছিলেন। এ সময় অসুস্থ রোগী মমতাজ বেগমের পক্ষে পুত্রবধূ সুরমা বেগম ঔষধ সামগ্রী গ্রহণ করেন।
আব্দুল আউয়াল
বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি।।