March 18, 2025, 2:14 pm
মো.হাসমত উল্লাহ, লালমনিরহাট।।।
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা পরিষদ ইউজিডিপি প্রকল্পের আওত্তায় ১৯টি শিক্ষা প্রতিষ্টানে ৯২ সেট প্লাস্টিক ফাইবারে তৈরি উন্নত মানের টেকসই বেঞ্চ বিতরন করা হয়েছে। গত ১ লা আগস্ট ২০২২ইং সোমবার কালীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে এ সকল বেঞ্চ বিতরন করেন রংপুর বিভাগের শ্রেষ্ট ও দুবারের সফল কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মাহবুবুজ্জামান আহমেদ।
বেঞ্চ বিতরণ অনুষ্ঠানে কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মাহবুবুজ্জামান আহমেদ বলেন, আজ ১৯ শিক্ষা প্রতিষ্টানে ৯২ জোড়া বেঞ্চ দেয়া হয়েছে। এবং আরো ১০লক্ষ টাকা বরাদ্দ দেয়া হয়েছে আরো কিছু প্রতিষ্টানে এ বেঞ্চ দেওয়ার জন্য। আমি চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকেই শিক্ষা ও স্বাস্থ্য খাতে ৭০% অর্থ বরাদ্দ দিয়ে আসছি। আগামী অর্থবছরে শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ খাতে বেশির ভাগ অর্থ বরাদ্দ দেয়া হবে বলে জানান তিনি। তিনি আরোও বলেন, শিক্ষা প্রতিষ্টানের অবকাঠামো নির্মান, ওয়াসব্লক, বাই-সাইকেল, সিলিং ফ্যান, উপবৃত্তি, খেলার সামগ্রী, বই সহ বিভিন্ন বরাদ্দ দিয়েছি। আগামী ৫ই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পুত্র শেখ কামালের জন্ম বাষিকী উপলক্ষে গরীব- মেধাবী ৮০জন শির্ক্ষাথীদের বাই সাইকেল প্রদান করা হবে বলে নিশ্চিত করেছেন তিনি।
বেঞ্চ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আব্দুল মান্নান, উপজেলা শিক্ষা অফিসার জাকির হোসেন সরকার, উপজেলা সহকারী শিক্ষা অফিসার যোগেন্দ্র নাথ, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সৈয়দা বেগম, সহ ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার সাংবাদিক ও বিভিন্ন শিক্ষক শিক্ষিকাবৃন্দ।
হাসমত উল্লাহ।।