December 3, 2024, 9:04 pm
শহিদুল্লাহ ইসলাম,
মহেশপুর প্রতিনিধিঃ-
ঝিনাইদহের মহেশপুরে পিতার রেখে যাওয়া সম্পত্তি ভাগ বাটোয়ারাকে কেন্দ্র করে ভাই ভাইদের মধ্যে একে অপরের নামে মামলা সহ চলছে হত্যার হুমকি।
জানা গেছে উপজেলার ফতেপুর ইউপির কানাইডাঙ্গা গ্রামে মৃত ইউছুপ মন্ডলের রেখে যাওয়া জমি-জমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে তার ৫ ছেলেদের মধ্যে চলছে একে অপরের নামে মামলা ও হত্যার হুমকী।
এব্যাপারে উপজেলার ফতেপুর ইউপির কানাইডাঙ্গা গ্রামের মৃত ইউছুপ মন্ডলের ৫নং পুত্র আব্দুস সামাদ মন্ডল জানান,পিতার রেখে যাওয়া সম্পত্তি ওয়ারিশ ও ক্রয় সুত্রে প্রাপ্ত হয়ে ভাগ বন্ঠন মোতাবেগ চাষ আবাদ করে আসছি। ইতি মধ্যে আমার ভাইয়েরা নিয়মনিতি না মেনে আমার ভাগের ও মৃত বড় ভাইয়ের ওয়ারিশের নিকট থেকে ক্রয়কৃত সম্পত্তি আমাকে বুঝিয়া না দিয়ে ৪ ভাই মিলে আমার ভাগের ও ক্রয়কৃত জমি জোর পুর্বক দখল করে রেখেছে। জমি দখল করতে গেলেই হত্যার হুমকী দিচ্ছে আমার আপন ভাইয়েরা। বিষয়টি নিস্পত্তির জন্য প্রথমে ইউনিয়ন পরিষদ ও পরে থানায় অভিযোগ করি। সেখানে কোন নিস্পত্তি না হওয়ায় পরবর্তিতে ঝিনাইদহ আদালতে মামলা দায়ের করি। যাহা আদালতে চলমান রয়েছে। এছাড়া আমার ভাই লিটন একজন তালিকা ভুক্ত সন্ত্রাসী সে আমার সহ আমার দুই পুত্রকে দফায় দফায় মেরে ফেলার হুমকী দিয়ে বেড়াচ্ছে। যার একাধিক প্রমান রয়েছে।
এসক্রান্ত বিষয়ে স্থানীয় গন্যমান্য আত্মীয় স্বজন দ্বারা তাদেরকে কিছু বলতে গেলেই তারা আমাকে জীবন নাশের হুমকী দেওয়া সহ প্রকাশ্যে হত্যার হুমকী দিচ্ছে। এ ঘটনায় পর থেকে আমি আমার পরিবারকে নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। গ্রামবাসি লিটনের ভয়ে কেউ মুখ খুলতে সাহস পাচ্ছে না। অপর দিকে সেজো ভাই জামির মন্ডল জানান আমরা তার ভাগের জমি বুঝিয়া দিয়েছি, সে হয়রানী মুলক আমাদের ৪ ভাইয়ের নামে মামলা করছে। এবিষয়ে প্রশাসনের উর্ধতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করা যাচ্ছে।