January 2, 2025, 8:11 pm
রক্সী খান মাগুরা প্রতিনিধিঃ মাগুরা জেলা দাবা সমিতির ২০২২-২০২৪ ইং কার্যকারী সংসদ গঠন উপলক্ষে ২৯ জুলাই মাগুরাস্থ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির কার্যালয়ে এক সভা উনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন অ্যাডভোকেট মাকুল খান, সভায় বিশেষ ব্যক্তিত্ব হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় চ্যাম্পিয়ন দাবাড়ু সৈয়দ মাহফুজুর রহমান ইমন।
সভার শুরুতে সদ্য প্রয়াত মাগুরা জেলা দাবা সমিতির পৃষ্ঠপোষক জেলা দাবা সমিতির সাবেক সাধারণ সম্পাদক মরহুম আমির হোসেন খানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তার আত্বার প্রতি শান্তি কামনা করা হয়।
সৈয়দ নাজমুল হাসান নদুর সঞ্চলনায় যথাক্রমে বক্তব্য রাখেন সৈয়দ জুলফিকার আলী মিলু, মো: ফছিয়ার রহমান এ.ও, জাতীয় চ্যাম্পিয়ন দাবাড়ু মাহফুজুর রহমান ইমন, মো: মশিউর রহমান মিঠু, মো: গোলজার হোসেন, উদীয়মান দাবাড়ু মো: সুমন হোসেন। সভায় সর্ব সম্মতিক্রমে ২১ সদস্য বিশিষ্ঠ মাগুরা জেলা দাবা সমিতি গঠন করা হয়।
সভাপতি খান গোলাম মোস্তফা মাকুল, সহসভাপতি ১- সৈয়দ জুরফিকার মিলু, সহসভাপতি- মো: ফছিয়ার রহমান-এ.ও সাধারণ সম্পাদক- সৈয়দ নাজমুস সাদাত নদু, যুগ্ম সম্পা: মো মসিউর রহমান মিঠু, যুগ্ম সম্পা: মো আবুল বাশার, কোষাধ্যক্ষ: মো এনামুল বাহার, ক্রীড়া সম্পাদক: খান একরামুল হাসান হারুন, দফতর সম্পাদক: শরীফ আবু জাহিদ সাবু সহ অন্যনরা।
রক্সী খান,মাগুরা।।