November 5, 2024, 7:39 am
সুজানগর প্রতিনিধি ঃ পাবনার সুজানগরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পরমাণুবিজ্ঞানী প্রয়াত এম এ ওয়াজেদ মিয়ার ছেলে ডিজিটাল বাংলাদেশের এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তিখাতের বিপ্লবের নেপথ্যের নায়ক সজীব ওয়াজেদ জয়ের ৫২তম জন্মদিন পালিত হয়েছে। এ উপলক্ষে সুজানগর উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার পুত্র,প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা,ডিজিটাল বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, বিশিষ্ট তথ্য-প্রযুক্তিবিদ সজীব ওয়াজেদ জয়ের জন্মদিনের আলোচনা সভায় বক্তব্য রাখেন সুজানগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র আলহাজ আব্দুল ওহাব, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিয়াউর রহমান কল্লোল, উপজেলা আওয়ামীলীগের সাবেক সিনিয়র সহ সভাপতি ও দুলাই ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম শাহজাহান, সাবেক সহ সভাপতি ও তাঁতীবন্দ ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন মৃধা, সুজানগর উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র তোফাজ্জল হোসেন তোফা, ভাঁয়না ইউপি চেয়ারম্যান আমিন উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সাবেক দপ্তর সম্পাদক আজিজুর রহমান, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ মিলন, উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাইদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম তমাল,সাধারণ সম্পাদক শেখ তুষার প্রমুখ। সভায় দলীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন। শেষে জন্মদিন উপলক্ষে কেক কাটা ও সজীব ওয়াজেদ জয়ের সু-স্বাস্থ্য কমানা করে দোয়া করা হয়।
এম এ আলিম রিপন
সুজানগর(পাবনা)প্রতিনিধি।।