February 15, 2025, 3:55 pm
মো:বাবুল হোসেন পঞ্চগড়;
পঞ্চগড়ে তেঁতুলিয়া উপজেলার কালানদি গজ দুই টি গোডাউন ঘর থেকে তালা কেটে মালামাল চুরি করে পালানোর সময় মালামালসহ একটি ট্রাক আটক করে ভজনপুর হাইওয়ে থানা পুলিশ।
বুধবার (২৮) জুলাই গভীর রাতে আনুমানিক ৩ টার সময় পঞ্চগড় – বাংলাবান্ধা মহাসড়কে চুরির মালামাল সহ পঞ্চগড় সদর উপজেলার জগদল এলাকায় থেকে আটক করে ভজনপুর হাইওয়ে থানা পুলিশ।
ভজনপুর হাইওয়ে থানার সুত্রে জানা যায় বুধবার গভীর রাতে মহাসড়কে ভজনপুর এলাকায় থানার একটি হাইওয়ে পুলিশ টিম দায়িত্ব পালন করছিলেন।
এসময় একটি ট্রাক দ্রুত গতিতে আসলে তাকে ব্রেক করার জন্য সংকেত দেওয়া হলে। সংকেত না মেনে চালক গাড়ী না থামিয়ে আরও গতি বাড়িয়ে চলে যায়।
এসময় পুলিশের সন্দেহ হলে (ঢাকা মেট্রো ট ১৫-৬৬১২)এই নাম্বারে গাড়িটিকে ধাওয়া করে
কিন্তু পুলিশে ধাওয়া খেয়ে ট্রাকটি পালানোর চেষ্টা করে।
পিছন থেকে ধাওয়া করে প্রায় ২০ কিলোমিটার ধাওয়া করে ধরতে সক্ষম হলেও গাড়ির চালক সহ গাড়িতে থাকা লোকজন পাশের জঙ্গল দিয়ে পালিয়ে যায়।
গাড়িতে ভুট্টা, সয়াবিন তেল, বিশুদ্ধ পানি, বিস্কুটসহ দোকানের মালামাল ছিলো।
ট্রাকে থাকা মালামালের মূল্য অনুমানিক প্রায় ৭ থেকে ৮ লক্ষ টাকা।
এ সময় গাড়ি থেকে উদ্ধার করা হয় একটি বড় কাটার একটি ডিল কাটার মেশিন ২০ গজ কারেন্টের তার ও দুই টি মোবাইল ফোনসহ উদ্ধার করে।
গাড়িতে ৪১ বস্তা ভুট্টা, ১৫১১ লিটার সয়াবিন তেল,৫ টি বিশুদ্ধ পানির বোতল , ২ বস্তা আটা,পাঁচ টি কোমল পানির বোতল,বিস্কুটসহ দোকানের মালামাল ছিলো।
ভজনপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম খান চুরির মালামাল সহ ট্রাকটিকে আটক করার বিষয়টি নিশ্চিত করেন।