December 6, 2024, 11:28 pm
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : রাজশাহীর গোদাগাড়ীতে পদ্মানদী থেকে এক অজ্ঞান ব্যাক্তির গলিত লাশ উদ্ধার করা হয়েছে।
বুধবার দিবাগত রাত ৮ টার দিকে উপজেলার পিরিজপুর এলাকার পদ্মানদী থেকে লাশ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে গোদাগাড়ী মডেল থনার ওসি কামরুল ইসলাম বলেন, একটি গলিত লাশ পদ্মা নদীতে ভেসে যাচ্ছিল। স্থানীয় লোকজন দেখতে পেয়ে খবর দিলে লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদেন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দেখে পরিচয় সনাক্ত করার উপায় নাই। তবে পরিচয় সনাক্তের জন্য লাশটির ডিএনএ নমুনা সংগ্রহ করে রাখা হবে।
মোঃ হায়দার আলী
রাজশাহী।