November 6, 2024, 6:57 pm
রফিকুল ইসলাম সুমন (নোয়াখালী)
নোয়াখালীর সেনবাগে ৭নং মোহাম্মদপুর ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান ফিরোজ আলম ভূঁইয়া রিগ্যান সহ নবনির্বাচিত মেম্বারগদের আনুষ্ঠানিক ভাবে তাদের দাযিত্ব গ্রহন করেছেন। মঙ্গলবার সকালে উপজেলার ৭নং মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে সদ্য বিদায়ী সাবেক চেয়ারম্যান রুহুল আমিনের সভাপতিত্বে ও পরিষদের সচিব হুমায়ুন কবির এবং ইউপি মেম্বার নাসির উদ্দিনের পরিচালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার নাজমুন নাহার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটির সদস্য এ্যাডভোকেট মাহমুদুল হক পাটোয়ারী লেবু,বাটইয়া ইউনিয়নের চেয়ারম্যান জসিম ঊদ্দিন শাহীন, সেবারহাট বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি বাহার উল্লাহ বাহার, ফয়েজ আহম্মেদ ভূঁইয়া, ইউপি মেম্বার জহির হোসেন স্বপন, হাজ্বী আাবদুল রব, নজরুল ইসলাম, আবদুর রহিম, শাহাদাত হোসেন রাজু, মাসুদ, সাহাব উদ্দিন, হাসিনা আক্তার সহ অনেকেই। সভা শেষে উপজেলা নির্বাহী অফিসার নাজমুন নাহারের মাধ্যমে সাবেক চেয়ারম্যান রুহুল আমিন আনুষ্ঠানিক ভাবে নবনির্বাচিত চেয়ারম্যান ফিরোজ আলম ভূঁইয়া রিগানের হাতে ক্ষমতা হস্তান্তর করেন।