December 27, 2024, 1:44 am
মোঃতরিকুল ইসলাম তরুন, কুমিল্লা থেকে,
আজ ২৭ শে জুলাই বুধবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয়ের উদ্যোগে কুমিল্লার আদর্শ সদর উপজেলার পাচথুবী ইউনিয়নের শিবের বাজার এবং চাঁনপুর ব্রিজ এলাকায় বিশেষ তদারকি অভিযান পরিচালনা করা হয়। এ সময় দেখা যায়, উক্ত এলাকার আইসক্রিম এবং আইসক্রিমবার প্রস্তুতকারক প্রতিষ্ঠানে মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক রং, স্যাকরিন ও ঘনচিনির ব্যবহার, অস্বাস্থ্যকর পরিবেশে প্রস্তুত এবং ঢাকার নামি-দামি ব্রান্ডের নাম নকল করে মোড়কীকরণ করা হচ্ছে। এ সকল অভিযোগে শিবের বাজার এলাকার মেসার্স প্রিয় আইসবারকে ৫০ হাজার টাকা জরিমানা এবং ২ মণ আইসক্রিম, ৫ প্যাকেট বিভিন্ন কালারের রং, এক কৌটা স্যাকারিন এবং এক কৌটা ঘনচিনি জব্দ করে ধ্বংস করা হয়। একই অভিযোগে চাঁনপুর ব্রিজ এলাকার মেসার্স কমলা আইসক্রিম ফ্যাক্টরিকে ২৫ হাজার টাকা জরিমানা ১ রিল নকল আইসবারের মোড়ক, অনুমোদনহীন ৩ কৌটা ফ্লেবার এবং ২ প্যাকেট রং জব্দ করে ধ্বংস করা হয় এবং প্রতিষ্ঠানটি তালাবদ্ধ করে বন্ধ করে দেওয়া হয়। বেলা ১১টা থেকে ২টা পর্যন্ত সহকারী পরিচালক মো: আছাদুল ইসলামের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে নিরাপদ খাদ্য পরিদর্শক একে আজাদ এবং জেলা পুলিশের একটি টিম উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন। জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জেলা খাদ্য পরিদর্শক আসাদুল ইসলাম জানান।