March 18, 2025, 2:04 pm
এস এম মিলন জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ
জয়পুরহাটের কালাই উপজেলার মোলামগাড়ী এলাকায় বিশ্ব হেপাটাইটিস দিবস পালন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৮ জুলাই) বিকেলে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা গুড নেইবারস বাংলাদেশ কালাই সিডিপি’র উদ্যোগে এ দিবসটি পালন করা হয়।
সংস্থার ম্যানেজার শারমিন নাসরিনের সভাপতিত্বে দিবসে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ এমডি জুয়েল হোসেন।
এ সময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন জিন্দারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান ও গুড নেইবারস এর মেডিকেল অফিসার আলমাস জাহিদ খান।
সংস্থার হেল্থ অফিসার মরিয়ম ইয়াসমিনের সঞ্চালনায় দিবসের আলোচনা সভায় অংশগ্রহণ করেন এলাকার প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা ও ম্যানেজিং কমিটির সদস্যরা।