March 18, 2025, 1:05 pm
সিংড়া (নাটোর) প্রতিনিধি
নাটোরের সিংড়ায় মো. মামুন সরকার (৬০) নামে এক মানসিক ভারসাম্যহীন বৃদ্ধ আত্মহত্যা করেছে। মঙ্গলবার (২৬ জুলাই) সকাল সোয়া ৮টার দিকে নিজ বাড়িতে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন তিনি। মামুন সরকার উপজেলার বৃকয়া গ্রামের মৃত মছির সরকারের ছেলে।
স্থানীয়রা জানান, কয়েকবছর যাবৎ মানসিক ভারসাম্যহীন ছিলেন মো. মামুন সরকার। বেশিরভাগ সময় পাবনা মানসিক হাসপাতালে চিকিৎসাধীন থাকতেন তিনি। মঙ্গলবার সকাল সোয়া ৮টার দিকে হঠাৎ নাতির দোলনার দড়ি দিয়ে আত্মহত্যা করেন তিনি। মো. মামুন সরকার বৃকয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বৃকয়া উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন।
সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর-এ-আলম সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মামুন সরকার মানসিক ভারসাম্যহীন হওয়ায় পাবনা মানসিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।