March 17, 2025, 9:13 am
ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় আমান আলী (২৬) নামে এক যুবককে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে।
সোমবার দিবাগত রাত উপজেলা কুশমাইল টেকিপাড়া (মাঝিপাড়া) গ্রামের এ ঘটনা ঘটে। নিহত আমান আলী ওই এলাকার শাহ আলীর ছেলে।
ফুলবাড়িয়া থানা পুলিশ ও স্থানীয় সূত্রের জানান, আমান আলী একজন নেশাগ্রস্ত ছিলেন। মাঝিপাড়া সেগুন বাগানে নিয়মিত রাতবর নেশা করত তিনি। নেশার টাকা সংগ্রহ করতে এলাকায় বিভিন্ন অপকর্ম ও অটোগাড়ি চুরি সঙ্গে জড়িয়ে পড়েছিলেন। সকালে লোজজন ধানক্ষেতে কাজ করতে গেলে ঐ যুবকের লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দিলে তাৎক্ষণিক পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লাশটি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। দুর্বৃত্তরা তাকে গলা কেটে হত্যা করে লাশ ফেলে গেছে। তবে কী কারণে এবং কারা এ হত্যার সঙ্গে জড়িত তা এখনও জানা যায়নি। এ বিষয়ে তদন্ত চলছে।