September 17, 2024, 2:27 am
রাসেল শেখ গাজীপুর ঃ
দেশীয় প্রজাতির মাছের প্রজনন ও অবাধ বিচরণে অন্যতম বাধা কারেন্ট জাল ও ম্যাজিক চায়না দুয়ারী জাল নির্মূলের লক্ষ্যে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ এর আওতায় গাজীপুর সদর উপজেলার বেলাই বিল এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
মঙ্গলবার (২৬ জুলাই) সকালে এ মোবাইল কোর্ট পরিচালনা হয়।
এ সময় কারেন্ট জালসহ এক জনকে আটক করা হয় এবং মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ লংঘনের অপরাধে ৩,০০০ টাকা জরিমানা করা হয়।
আটককৃত কারেন্ট জালের পরিমাণ আনুমানিক ১ হাজার মিটার ও জব্দকৃত জালের মূল্য প্রায় ২.৫ লক্ষ টাকা।
মোবাইল কোর্ট পরিচালনা করেন রাফে মোহাম্মদ ছড়া, সহকারি ভূমি কমিশনার গাজীপুর সদর।
এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য অফিসার জান্নাতুন শাহীন।সহকারী মশিউর রহমান, পরে সাংবাদিক দের জানান দেশীয় মাছ সংরক্ষণের এ ধরনের অভিযান সবসময় অব্যাহত থাকবে। এসময় সহায়তায় ছিল আনসার ব্যাটালিয়ন সদস্যরা।