December 3, 2024, 9:24 pm
কেশবপুর প্রতিনিধিঃ কেশবপুর উপজেলার ৫,৭ ও ৮নং ইউনিয়ন এবং পৌরসভার ৩ ও ৫নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। ২৬জুলাই সকাল থেকে সন্ধ্যা পযন্ত বিএনপির দলীয় কার্য্যলয়ে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সামসুর আলম বুলবুল এর সভাপতিত্বে এবং পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাহাঙ্গীর আলম পলাশ এর সভাপতিত্বে প্রত্যেক ইউনিয়ন বিএনপির আহবায়ক ও ওয়ার্ড বিএনপির সভাপতি প্রধান অতিথির বক্তব্য রাখেন।
প্রধান বক্তা কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সাংগঠনিক সম্পাদক ও যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ইঞ্জিঃ মোঃরবিউল ইসলাম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের ধর্ম বিষয়ক সম্পাদক শাহিনুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের প্রশিক্ষন বিষয়ক সম্পাদক খন্দকার রাসেল, জেলা পরিকল্পনা বিষয়ক সম্পাদক ইমদাদ হোসেন শাওন। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বাবলু রানা বাবু।