December 14, 2024, 5:56 am
মো :বাবুল হোসেন পঞ্চগড় :
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় চা কারখানায় মূল্য তালিকা না থাকায় ও চাষিদের কাছ থেকে কেনা চা পাতার রশিদ দেখাতে না পারায় দুই চা কারখানাকে ১২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৬ জুলাই) বিকেলে উপজেলার শালবাহান ইউনিয়নের সুরমা অ্যান্ড পূর্ণিমা টি ফ্যাক্টরি ও রয়েল টি ফ্যাক্টরিকে এ জরিমানা করা হয়।
এ অভিযানে নেতৃত্ব দেন তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহাগ চন্দ্র সাহা।
সোহাগ চন্দ্র সাহা বলেন, বিভিন্নভাবে খবর আসছিল- তেঁতুলিয়ায় চা কারখানাগুলো মূল্য তালিকা না টাঙিয়ে মূল্য নির্ধারণ কমিটির নির্ধারণ করা দামের চেয়ে কম দামে কৃষকদের কাছ থেকে কাঁচা চা পাতা কিনছে।
এ খবরের ভিত্তিতে শালবাহান ইউনিয়নে অভিযান চালানো হয়। অভিযানে দুই কারখানার কাছে চা পাতা কেনার রশিদ দেখতে চাওয়া হয়।
এসময় তারা রশিদ দেখাতে পারেননি। একই সঙ্গে কারখানায় মূল্য তালিকা না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী দুই কারখানাকে ছয় হাজার করে জরিমানা করে সঙ্গে সঙ্গে আদায় করা হয়।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
অভিযানে চা বোর্ড পঞ্চগড় কার্যালয়ের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ শামীম আল মামুন উপস্থিত ছিলেন।