March 18, 2025, 1:08 pm
শহিদুল ইসলাম ঝিনাইদহ মহেশপুর থেকেঃ-
ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঁশবাড়ীয়া ইউনিয়নের ভৈরবা গ্রামের আমিনুর রহমান বিশ্বাস (৬২) সোমবার সকালে হৃদরোগে আক্রন্ত হয়ে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি………. রাজিউন।
সোমবার বিকালে বাঁশবাড়ীয়া ইউনিয়নের ভৈরবার আলীম মাদ্রাসা মাঠে আমিনুর রহমান বিশ্বাসের জানাযা অনুষ্ঠিত হয়। পরে তাকে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়েছে।
জানাযায় উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ¦ শফিকুল আজম খান চঞ্চল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর সুলতানুজ্জামান লিটন, বাঁশবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নওশের আলী মল্লিক, সাবেক চেয়ারম্যান আব্দুল মালেক মন্ডর, সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম কাদের,ইউপি সদস্য শাহাজাহান আলী ,ইন্তাদুল ইসলাম ইন্তাসহ বাঁশবাড়ীয়া ইউনিয়নের স্থানীয় নেতৃবৃন্দ।
এদিকে আমিনুর রহমান বিশ্বাসের মৃত্যুতে গভীর শোক প্রকাশ বিবৃতি দিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়জদ্দীন হামীদ, ভাইস চেয়ারম্যান আজিজুল হক আজা, নাটিমা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আবুল কাশেম মাষ্টার, যাদবপুর ইউনিয়ন আওয়ামীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান ডাঃ সালাহ উদ্দীন আহম্মেদ, ফতেপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ডাঃ আতাউর রহমান, সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম, জেলা পরিষদের সদস্য এম,এ আসাদ, শেখ হাশেম আলী, পৌর কাউন্সিলর শ্যামাপদ হালদার, উপজেলা যুবলীগ সভাপতি কাজী আতিয়ার রহমান, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শাহেদ মেহবুব রঞ্জু, সাধারণ সম্পাদক আসহাবুল আরাফ শিমুল, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রুবেল খান প্রমুখ। এসময় উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন শ্রেনী পেশার শত শত লোকজন উপস্থিত ছিলেন।