December 26, 2024, 9:12 pm
প্রেস বিজ্ঞপ্তিঃ
ভারতের নব-নির্বাচিত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Draupadi Murmu)
ভারতের সর্বোচ্চ পদে নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ এমপি।
সোমবার (২৫জুলাই)বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেতার সহকারী একান্ত সচিব,মামুন হাসান প্রেরিত এক অভিনন্দন বার্তায় বিরোধীদলীয় নেতা বলেন, দ্বি-পাক্ষিক সহযোগিতার মাধ্যমে আর্থিক অগ্রগতিই এখন দু-দেশের লক্ষ্য । আর এই আর্থিক অগ্রগতিই দুই বন্ধু দেশের সাধারণ মানুষের উন্নয়নকে তরান্বিত করবে । ভারত ও বাংলাদেশের জনগণের অভিন্ন সমৃদ্ধি অর্জনের লক্ষ্যে বহুমুখী সম্পর্ক উন্নয়নে দু’দেশ কাজ করে যাবে। সেই লক্ষ্যেই ভারতের নতুন রাষ্ট্রপতি বাংলাদেশের সাথে কাজ করে যাবেন বলে প্রত্যাশা করেন বিরোধীদলীয় নেতা।
বিরোধীদলীয় নেতা ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় ভারতের সমর্থন এবং মাতৃভূমির মুক্তির জন্য ভারতীয় সেনাদের সর্বোচ্চ আত্মত্যাগের কথা গভীর কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন।
সর্বোচ্চ সাংবিধানিক পদে অধিষ্ঠিত স্বাধীন ভারতের প্রথম আদিবাসী নারী হিসেবে “রাষ্ট্রপতি” নির্বাচিত হওয়া “দ্রৌপদী মর্মু’র মেয়াদকালে তাঁর সাফল্য কামনা করেন বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ।